পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে কোম্পানির মোট লভ্যাংশের পরিমাণ ১৩০ শতাংশ।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২৫ টাকা ৫৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৪০ পয়সা।
আগামী ২১ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুযারি।