সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন ব্যাংক হিসাব খুলতে মাত্র ২০টি ঘর পূরণ করে জমা রাখুন যেকোনো অঙ্কের টাকা

প্রকাশঃ

যেকোনো অঙ্কের টাকা জমা রেখেই এ মাসেই চালু হচ্ছে নতুন ব্যাংক হিসাব খোলা। এমনকি ১০ টাকা জমা রেখেও যে কেউ ব্যাংক হিসাব খুলতে পারবেন। ব্যাংক হিসাব খুলতে মাত্র ২০টি ঘর পূরণ করেই খোলা যাবে ব্যাংক হিসাব। এতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে জাতীয় পরিচয়পত্র না থাকলে সে ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের কপি থাকলেও খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। তাও না থাকলে ওয়ার্ড বা এলাকার চেয়ারম্যানের প্রত্যায়ন দিয়েও খোলা যাবে ব্যাংক হিসাব।

গতকাল সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুষ্ঠিত ‘ব্যাংকের ব্যবহৃত ফরমগুলো সহজীকরণের’ জন্য গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রহুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক, মন্ত্রিপরিষদ বিভাগ, এ-টু-আই, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কমিটির একজন সদস্য বলেছেন, ব্যাংকের হিসাব খুলতে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে সময় ও শ্রম-দুটোই কম হবে। আমরা ব্যাংক হিসাব খোলার ফরম সহজীকরণ আজ চূড়ান্ত করেছি। বাংলাদেশ ব্যাংক হিসাব খোলার সংক্ষিপ্ত ফরমের নমুনাটি বাস্তবায়নের জন্য বিভিন্ন ব্যাংকের কাছে পাঠাবে এবং নতুন নিয়মে এ মাস থেকেই যেকোনো গ্রাহক ব্যাংকের হিসাব খুলতে পারবেন।

জানা গেছে, বর্তমানে কোনো নির্দেশনা না থাকার কারণে ব্যাংক হিসাব খোলার সময় ব্যাংকগুলো নিজেদের ইচ্ছামতো গ্রাহকদের কাছ থেকে টাকা জমা রাখে। কোন কোন ব্যাংক ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নতুন হিসাবে টাকা জমা রাখতে গ্রাহককে বাধ্য করেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, ন্যূনতম ৫০ হাজার টাকা জমা না রাখলে একটি বিদেশী ব্যাংকে কোনো গ্রাহক হিসাব খুলতে পারেন না।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট বা হিসাব খুলতে ‘গাদা গাদা’ পৃষ্ঠার ফরম পূরণ করতে হয়। দিতে হয় প্রায় একশ’র বেশি ধরনের বিভিন্ন তথ্য। যার মধ্যে অনেকগুলো আবার অপ্রয়োজনীয় এবং বেশ কিছু আবার ব্যাংক কর্তৃক পূরণ করা প্রয়োজন হয়। কিন্তু তা গ্রাহকের ওপর চাপিয়ে দেয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ