বুধবার, ২০শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশঃ

২০২০-২১ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ১৯.৩ শতাংশ অভ্যন্তরীণ ঋণ প্রবাহের লক্ষ্য নির্ধারণ করে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া গভর্নরের লিখিত বক্তব্যে এ তথ্য জানা গেছে।

নতুন মুদ্রানীতিতে সরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৪৪.৪ শতাংশ। আর একই সময়ে বেসরকারি খাতের ঋণের প্রবাহ আশা করা হচ্ছে ১৪.৮ শতাংশ।

গভর্নর মনে করেন, কোভিড আক্রান্ত অর্থনীতির ক্ষত কাটিয়ে উঠে অর্থনীতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে এ লক্ষ্য পর্যাপ্ত। নতুন মুদ্রানীতিতে ব্যাংক ব্যবস্থায় নীট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৫.৮ শতাংশ। যা গেল অর্থবছর ছিল ১০.২ শতাংশ।

এছাড়াও, ব্যাংকগুলোর তহবিল খরচ কমিয়ে নগদ টাকার সরবরাহ বাড়াতে রেপো সুদহার ৫.২৫ থেকে কমিয়ে ৪.৭৫ করা হয়েছে। ৪.৭৫ থেকে কমিয়ে এনে রিভার্স রেপো সুদহার করা হয়েছে ৪ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ