শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

প্রকাশঃ

গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ২৭ এপ্রিল ২০২৩ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। তারাবো পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহ স্পিনিং মিলস এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মোজাম্মেল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের সারুলিয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রকিবুল হাসান এবং উষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম-সহ ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ