শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নারায়নগঞ্জের আড়াইহাজার এর পাঁচরুখীতে শুরু হলো এনআরবিসি ব্যাংকের বুথ ব্যাংকিং সেবা

প্রকাশঃ

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে নারায়নগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখীতে শুরু করেছে বিশেষ ব্যাংকিং বুথ। সোমবার ০৫ আগস্ট, ২০১৯, প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং বুথটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান এবং সম্মানিত স্পন্সর-শেয়ারহোল্ডার ড. রফিকুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অদুদ মাহমুদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো. তালহা, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, ব্যাংকের ভুলতা শাখার ব্যবস্থাপক জনাব মো. দেলোয়ার হোসেন, মাধবদী শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ লালন সারওয়ার, আড়াইহাজার শাখা ব্যবস্থাপক জনাব কচি শিকদার, পাঁচরুখী ব্যাংকিং বুথের ইনচার্জ জনাব মো. সালাউদ্দিন পাটওয়ারীসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ