মঙ্গলবার, ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নিউজিল্যান্ড সফর যেতে পারছেন না তামিম

প্রকাশঃ

প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আঙুলে পাওয়া চোটটা ভালোই ভোগাচ্ছে তামিম ইকবালকে। খেলতে দেয়নি পাকিস্তান সিরিজে। এবার সেই একই কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলেতে যেতে পারছেন না দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে তিনি থাকবেন না। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে তার  আরও এক মাসের মতো সময় লাগবে।

গতকাল ২২ নভেম্বর তামিম নিজের অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে জানতে ইংলিশ এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তিনিই মূলত তামিমকে পরামর্শ দিয়েছেন আরও এক মাস মাঠের বাইরে থাকার। বললেন, ‘তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, তিনিই তাকে পরামর্শ দিয়েছিলেন আরও একমাস মাঠের বাইরে থাকার, তাহলে আর তার কোনো অস্ত্রোপচারের দরকার পড়বে না। সেটা হলে সে নিউজিল্যান্ড সফর করতে পারবে না।’

আরও পড়ুন : সাকিব সোমবার দেশে ফিরবেন, চট্টগ্রাম টেস্ট নিয়ে সংশয়

ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। তাসমান সাগরপাড়ে মুমিনুল হকের দল খেলবে দুটো টেস্ট, যা আবার ২০২২-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তরাঙ্গার বে ওভাল স্টেডিয়ামে নতুন বছরের প্রথম দিনেই প্রথম টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ। এর পর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে পরের টেস্ট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ