মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নিজের শরীরের গোপন রহস্য ফাঁস করলেন বিদ্যা বালান

প্রকাশঃ

নায়িকা মানেই অপরূপ সুন্দরী তন্বী, সৌন্দর্যের ভরা সারা শরীর অথ্যাৎ পা খেকে মাথা পর্যন্ত সবকিছুই সুন্দর হতে হবে। কিন্তু না নায়িকা হতে এখন আর সুন্দরের প্রয়োজন নেই। সময়ের সাথে বদলে গেছে মানুষের চিন্তা চেতনা। এখন অভিনয় দিয়েই বাজিমাত করা য়ায়।

সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে নিজের শরীর নিয়ে যা বললেন বিদ্যা বালান। অভিনয় জীবনের শুরুতেই তিনি একটু বেশিই মোটা ছিলেন। তার দাবি, রোগা হওয়ার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু কিছু শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আর এ নিয়ে প্রায় সময়ই তাকে শুনতে হয় সমালোচনা। তাছাড়া মোটা হওয়ায় বাণিজ্যিক ছবিতেও তার উপস্থিতি কম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘সারা জীবন হরমোনের সমস্যায় ভুগছি আমি। যখন অল্প বয়স, লোকে বলতো এত সুন্দর দেখতে তোমায়, একটু ওজন কমিয়ে ফেল। এটা শুনতে কিন্তু সবসময় ভালো লাগে না। আমি ব্যায়াম করতাম। তাতে হরমোনের সমস্যা কিছু কমেছিল। কিন্তু পরে আবার বেড়ে যায়।’

তবে এতে কোনো চিন্তা নেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের। বরং তিনি বেশ সুখেই আছেন। বাণিজ্যিক ছবিতে কাজ না করলেও দিয়ে যাচ্ছেন একের পর এক ব্যবসা সফল ছবি। তবে এতে সমালোচকদের মুখ তিনি বন্ধ করতে পারেননি। এখনো তাকে মোটা হওয়ার জন্য মাঝে মাঝে কথা শুনতে হয়।

‘ডার্টি পিকচার’ খ্যাতে এই অভিনেত্রী বলেন, ‘আসলে লোকে ভাবে অতিরিক্ত খাবার, শরীরচর্চা না করার জন্য মোটা হয়ে যাচ্ছি। আসলে তো তা নয়। হরমোনের সমস্যার জন্য কখনো রোগা হতেই পারলাম না। কিন্তু লোকে বিচার করে অন্যভাবে। শরীরচর্চা করতে বললেই আমার রাগ হয়ে যায়। কীভাবে লোকে জানতে পারছে, আমি শরীরচর্চা করছি না? কত চ্যালেঞ্জ পেরতে হচ্ছে, তার খবর কেউ রাখে কি?’

চেহারার কারণে শুধু বিদ্যা নয়, ঘরে-বাইরে বহু নারীকে সমালোচনার মুখোমুখি হতে হয়। সেই পরিস্থিতিতে মুখ বন্ধ করে না রেখে জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যা।

First-hand 300-208 Real Demo For CCNP Security

Until a few days ago she was determined to recover Cisco 300-208 Real Demo the car key from the hands of cream, Implementing Cisco Secure Access Solutions so easy to disperse, germination from the good wishes. The fourth said that it is best not to fight, eyes, do not hit anything, only the mahjong can fight. Here is a record, I paid for a restaurant to hire a man, he provided for me, the day before yesterday has left the restaurant. Big Brother, sister Cisco 300-208 Real Demo in law to get up as a guide, so three Deng Deng Tang.Pilots think http://www.passexamcert.com this is the activities of the elderly project, it was 300-208 Real Demo not accompanied, CCNP Security 300-208 rest assured peace of mind to stand up, holding a teacup and small celery son to speak. This is her use of college this is the godmother gave her dowry, used five years later. Currently helping him to do accounting co care store.After a while, we will take the time to look at the school and go home.

He went home on his own. On the way, he Cisco 300-208 Real Demo married the kfc fried chicken wings and potato chips that Julie disliked. What 300-208 Real Demo is accurate So your salvage has become a coffin without tears and no seeing the Cisco 300-208 Real Demo Yellow River is not dying and the coffin and the Yellow River are not Yes Cisco 300-208 Real Demo but CCNP Security 300-208 the Cisco 300-208 Real Demo more it is, the more http://www.examscert.com/300-208.html reassuring it is. We watched Implementing Cisco Secure Access Solutions the tree fly over the mountains.

The girl actually Cisco 300-208 Real Demo had such great strength. The head nurse and colleagues think that I 300-208 Real Demo don t have to CCNP Security 300-208 be like this. I am not following him, but his Cisco 300-208 Real Demo footsteps make me feel very familiar. They died at the door of their house and said that Implementing Cisco Secure Access Solutions they would bring them 300-208 Real Demo suffocation. I can t find it. Yes, you can t find it, Alice. The girl in the company yelled at her, Cisco 300-208 Real Demo at noon.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ