রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিঃ ২০৫তম শাখা, মহিলা শাখার উদ্বোধন

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২০৫ তম শাখা, মহিলা শাখা ঢাকার পশ্চিম ধানমন্ডিতে আজ ২২শে সেপ্টেম্বর ২০১৯, রবিবার উদ্বোধন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এবং ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, এমপি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে নারীর অবদান অসামান্য। নারীরা দক্ষতার সাথে তাদের অবদান রেখে চলেছেন সমস্ত ক্ষেত্রে। ন্যাশনাল ব্যাংক লিঃ বিভিন্ন নারীবান্ধব স্কীমের মাধ্যমে তাদের চলার পথকে সুগম করতে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় অভিজ্ঞ নারী ব্যাংকারদের ব্যবস্থাপনায় ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ব্যাংক এর ২০৫ তম শাখা, মহিলা শাখাউদ্বোধন করতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। তিনি গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, সিকদার ইন্সুরেন্স এর ভাইস চেয়ারম্যান মমতাজুল হক, জেড.এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রশাসক মেন্ডি খান সিকদার, ব্যাংকের সতন্ত্র পরিচালক মাহবুবুর রহমান খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, সদ্য অবসরপ্রাপ্ত সচিব শারমিন আকতার বেনু, বিশিষ্ট কন্ঠ শিল্পী শাকিলা জাফর, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান শাখার বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, মহিলা শাখার ব্যবস্থাপক ফেরদৌসুন নাহার ও ব্যাংকের অন্যান্য কর্মকতাবৃন্দ ও স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ