শনিবার, ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন মোঃ আব্দুল মতিন

প্রকাশঃ

মোঃ আব্দুল মতিন গত ৫ মার্চ ২০২৪ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইষ্ট ব্যাংকে প্রবেশনারী কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশার সূচনা করেন। পরবর্তীতে তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় তিনি ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংক-এর মতো স্বনামধন্য ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষতা সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষয়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ গ্রহণ করেন। এছাড়াও, জনাব মতিন ব্যাংক খাতের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে “ক্রেডিট অপারেশনস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস” নামক একটি বই লিখেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ