ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী প্রকল্প ‘নিশ্চিন্ত অবসর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গত ৫ সেপ্টেম্বর ২০২৪। ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ‘নিশ্চিন্ত অবসর’ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় “নিশ্চিন্ত অবসর” প্রোডাক্ট গ্রহণ করা বেশ কয়েকজন গ্রাহকের হাতে জমা রশিদ তুলে দেয়া হয়।
উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বলেন, “ভিন্নধর্মী এই সঞ্চয়ী প্রকল্পটি অনেকগুলো আকর্ষণীয় ফিচারস সম্বলিত। তাই এই প্রডাক্টি ব্যাপক সাড়া ফেলতে পারবে বলে আমি আশা রাখি।” উল্লেখ্য, ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ ‘নিশ্চিন্ত অবসর’ সঞ্চয়ী প্রকল্পে টাকা জমা করতে করতে পারবেন। বিভিন্ন মেয়াদ ও পরিমাণে জমানো টাকার উপর মেয়াদান্তে আকর্ষণীয় পেনশন সুবিধা পাওয়া যাবে।