শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের ভার্চুয়াল ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল ম্যানেজার কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ এর সভাপতিত্বে উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল ও উপ ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। করোনা মহামারীর এই দূর্যোগকালীন সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবা অব্যাহত রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকার নির্দেশিত সকল প্রকার স্থাস্থ্যবিধি পরিপালন করে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করণের মাধ্যমে সকল গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকিং সেবা প্রদান করতে গিয়ে এ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ৪২ জন কর্মকর্তা/কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। করোনা আক্রান্ত কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং আক্রান্ত কর্মকর্তা/কর্মচারীদের দ্রুত সুস্থতা কামনা করছে ব্যাংক। এর পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে ব্যাংক। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং করোনা মহামারী অচিরেই কেটে যাবে এই আশাবাদ ব্যক্ত করে কনফান্সের সমাপ্তি ঘোষনা করেন ব্যবস্থপনা পরিচালক ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ