সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশঃ

দেশের প্রথম দেশীয় মালিকানায় বেসরকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৩ মার্চ, ২০২৩ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাগণ।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন এসময় বলেন, তিন প্রজন্ম ধরে কোটি মানুষের ভালোবাসায় ন্যাশনাল ব্যাংক চার দশক পার করেছে। সম্ভাবনাময় অদম্য আগামীর পথচলায় ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অক্ষুন্ন রেখে আরো দীর্ঘ পথ পাড়ি দেবে সেই প্রত্যাশাই থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে মোঃ মেহমুদ হোসেন সকলকে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ