শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পা জ্বালাপোড়ার কারণ ও করনীয়

প্রকাশঃ

বার্নিং ফিট সিন্ড্রোম বা পা জ্বালাপোড়া করা একটি প্রচলিত রোগ। পুরুষের তুলনায় মেয়েরা এ রোগের শিকার বেশি হয়ে থাকেন।  তবে ২০ থেকে ৪০ বছর বয়সে এবং ৫০ বছরের ঊর্ধ্বে যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে।

এতে গোড়ালি ছাড়াও পায়ের উপরিভাগসহ সম্পূর্ণ পায়ে জ্বালাপোড়া করতে পারে। এমনকি ব্যথাও হতে পারে। প্রথম দিকে জ্বালাপোড়া কম থাকলেও অনেক সময় এই জ্বালাপোড়া দীর্ঘস্থায়ী হয়। অনেক সময় পায়ের রঙ পরিবর্তন হয়, অতিরিক্ত ঘাম হয় এবং পা ফুলে যায়। চাপ প্রয়োগ করলে কোনো ব্যথা অনুভূত হয় না। সাধারণত রাতের দিকে জ্বালাপোড়া বেড়ে যায় এবং প্রায়ই ঘুমের ব্যাঘাত ঘটায়। সকালে ঘুম থেকে ওঠার পর এ ধরনের উপসর্গ থাকে না।

পা জ্বালাপোড়ার কারণ: বিভিন্ন কারণে পা জ্বালাপোড়া হতে পারে। তবে এর মধ্যে অন্যতম কারণ হলো স্নায়ুরোগ। এছাড়া ভিটামিনের অভাব (ভিটামিন বি১২ এবং বি৬), দীর্ঘমেয়াদী কিডনি রোগ বা কিডনি ফেইলুর (হিমোডায়ালাইসিস রোগী) থাইরয়েড সমস্যা, এইচআইভি, উচ্চ রক্তচাপ, পানি চলে আসা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াসহ বিভিন্ন কারণেও হতে পারে বার্নিং ফিট সিন্ড্রোম।

এছাড়াও পরিবর্তিত বিপাকীয় ও হরমোনের সমস্যা (ডায়াবেটিস, হাইপোথাইরোডিজম), যকৃৎ ফাংশন খারাপ, কেমোথেরাপি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদপান, ইলফিটিং বা ডিফেক্টিভ জুতা পরিধান, অ্যালার্জি জনিত কাপড় ও মোজা ব্যবহার করা ইত্যাদি কারনে বার্নিং ফিট সিন্ড্রোম বা পা জ্বালাপোড়া করতে পারে।

করণীয়: প্রতিকার ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্ত হওয়া যায়।

– সুপরিমাপের খোলা ও আরামদায়ক জুতা পরিধান করতে হবে। আরামদায়ক সুতার মোজা ব্যবহার করা উত্তম।

– পায়ের আর্চ সাপোর্ট, ইনসোল ও হিল প্যাড ব্যবহারে উপসর্গ লাঘব হবে।

– পায়ের পেশির ব্যায়াম ও ঠাণ্ডা পানির (বরফ ছাড়া) সেঁক উপসর্গ নিরাময়ে অনেক উপকারী।

– রোগ প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সেবন করতে হবে এবং চিকিৎসায় ভিটামিন ইনজেকশন পুশ করতে হবে।

– মদপান ও ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখতে হবে।

– স্নায়ু ইনজুরি, অবরুদ্ধ (ইনট্রাপমেন্ট) ও সংকোচন হলে যথোপযুক্ত চিকিৎসা গ্রহণ করা বাঞ্ছনীয়।

– বার্নিং ফুট সিনড্রোম থেকে সুস্থ থাকতে হলে সবাইকে চিকিৎসার চেয়ে প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে।

The Best Microsoft 98-365 Practise Questions

Zeng Guofan turned around and severely cut off You looked up Kneeling people had to look up, but it was originally responsible for the Microsoft 98-365 Practise Questions order of the school officials Lang Lang Man Tao. He was Microsoft 98-365 Practise Questions flushed, and sometimes 98-365 Practise Questions some could not stand.He shouted at the title of 98-365 Practise Questions Microsoft IT Infrastructure 98-365 Zeng Guofan Kuan Yi, your father despite no fame, Windows Server Administration Fundamentals whatever the outcome can be regarded as a scholar. I saw that after forty days, I did not react at all Cough Liu Xiangdong , Did not dare to reveal the matter ginseng. Due to the darker lights, Tseng Kuo fan was Microsoft 98-365 Practise Questions kneeling down again and again.The faces of both were unrealistic.

How can Room 2 give him the opportunity to stop the bicycle A chess piece came over and sprinkled it on Feng Xiao s face. 98-365 Practise Questions Hearing the old man Microsoft 98-365 Practise Questions said this, Liu Haizhu only found out that he had done something stupid, and now Liu Haizhu Microsoft 98-365 Practise Questions feels that it is difficult to practice breathing. All the tables Microsoft 98-365 Practise Questions are full, only the table where Lin San sat, except Lin San. Why Because he wants to tie Erdongzi, if Lu Luda does not come, I and Erdongzi have to lie that day. Lu Song did not scream and fell to the Windows Server Administration Fundamentals ground. But even though the two Microsoft IT Infrastructure 98-365 dogs are so anti American, they still hope that the United States will not be finished.

However, children have encountered their Microsoft 98-365 Practise Questions own more difficult things, that is, Microsoft 98-365 Practise Questions flocks. I think a bit like our high school class teacher, always want to send their students to want to go to college, and then Microsoft 98-365 Practise Questions there is 98-365 Practise Questions a sense of satisfaction. However, we are also happy in our hearts, we hammer is absolutely hard and harsh. After the Vietnam War, the United States no longer dared to flourish in the complex mountainous areas of Asia. A novel I make the most painstaking efforts is for you.Do not need it in the literature, what shit position, that I have no relationship with the egg as long as it has a place in your heart, you remember there Microsoft IT Infrastructure 98-365 was such a small man because love you in front of the computer crazy code yards dozens Everything is for you that s enough. Did not see a small shadow to see a bunch of children soldiers in the exercise field ambulance drills cross country or even exercise shooting still wearing camouflage military boots I have never seen the female soldier dressed in this way is why ah At that time there is no woman Swat team yet brothers were shocked that we have a special forces troop unit ah And then really Microsoft 98-365 Practise Questions feel wrong, how to wear a berets and we are not the same blue do not Windows Server Administration Fundamentals say there is a golden hat emblem ah what is this force ah I woke 98-365 Practise Questions up all of a sudden.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ