সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পাকিস্থানে স্বর্ণের আমদানি কমেছে ৩২.০৪ শতাংশ

চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে দেশে স্বর্ণের আমদানি হ্রাস পেয়েছে ৩২.০৪ শতাংশ।

প্রকাশঃ

চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে দেশে স্বর্ণের আমদানি হ্রাস পেয়েছে ৩২.০৪ শতাংশ। গত বুধবার পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) এর প্রতিবেদন প্রকাশ করেছে।

পরিমাণ অনুযায়ী, পাকিস্তান গত মাসে ৩৪ কিলোগ্রাম স্বর্ণের আমদানি করেছিল, যা গত জুলাই মাসে ৫২ কেজি আমদানি করে যা ৩৪.৬২ শতাংশ কম।

এখানে উল্লেখযোগ্য যে, সামগ্রিক পণ্যদ্রব্যের পর্যালোচনা থেকে দেখা যায় আমদানির পরিমাণ ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে গত জুলাই মাসে ৪.৯০৯ বিলিয়ন ডলার বেড়ে ৪.৮৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

২০১৭ সালের জুলাই মাসে ১.৬২৭ বিলিয়ন ডলারের রপ্তানি থেকে ২০১৮ সালের জুলাইয়ে ১.৬৪৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। অর্থাৎ রপ্তানি ১.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত জুলাইয়ে স্বর্ণ আমদানি বাবদ পাকিস্তানের আমদানিকারকরা মোট ১৪ লাখ ২৩ হাজার ডলার ব্যয় করেছে বলে পিবিএসের প্রতিবেদনে জানানো হয়েছে। এক বছরের ব্যবধানে স্বর্ণ আমদানি বাবদ দেশটির ব্যয় কমেছে ৩২ দশমিক ৪ শতাংশ। ২০১৭ সালের জুলাইয়ে এ বাবদ দেশটি মোট ২০ লাখ ৯৪ হাজার ডলার ব্যয় করেছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ