চট্টগ্রাম শাহ আমানতে পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় উড়োজাহাজ চলাচলে বিপদের আশংকা বেড়েছে। এমনই ঘটনা আজ (শনিবার) পাখির আঘাতের শিকার হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ৮-কিউ উড়োজাহাজ। জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ইউএস বাংলার ফ্লাইটটি অবতরণের সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, অবতরণের সময় একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে। তবে কোনো সমস্যা ছাড়াই এটি নিরাপদে অবতরণ করেছে।
তিনি আরও জানান, নভেম্বরে বিমানবন্দর এলাকায় পাখির আনাগোনা বেড়ে যায়। এ সময় সজাগ থাকার জন্য বিমানবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের কাছে বার্ড শ্যুটার রয়েছে।
উল্লেখ্য, একই কারণে গত ১৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একট বিমান উড্ডয়নের পর তা পাখির আঘাত প্রাপ্ত হয়, পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি জরুরি অবতরণ করে।