শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পাবনার বেড়া উপজেলায় পাঁচ শতাধিক প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করলো এবি ব্যাংক

প্রকাশঃ

এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

পাবনা জেলার বেড়া উপজেলার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, মেয়র, বেড়া পৌরসভা ও সভাপতি, বেড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব সঞ্জীব কুমার গোস্বামী, উপজেলা কৃষি অফিসার, সাঁথিয়া, পাবনা এবং জনাব নূরে আলম, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), বেড়া, পাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ