পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।
প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি কলাপাড়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে জেলা সদর হয়ে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।
এ মাসের মধ্যে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে কর্মকর্তারা মনে করছেন।
বিদ্যুৎ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী জর্জিস তালুকদার জানান, দ্বিতীয় ইউনিটের ১২০ মেগাওয়াট যুক্ত হওয়ার মধ্য দিয়ে মোট ৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো। এ মাসের মধ্যে এ কেন্দ্রের বাকি ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে।