শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু ৬ জুলাই থেকে

প্রকাশঃ

আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১ জুলাই) এক বার্তায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য জানান। সংশ্লিষ্টরা বলেছেন, বিমানের এ সিদ্ধান্তে দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে ফেরা এবং দেশে আটকে পড়া প্রবাসীদের বিদেশে যাওয়ার পথ উন্মুক্ত হবে।

অন্যদিকে বিমানের সব ট্রাভেল পার্টনারদের দেয়া এক চিঠিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে বিমান আবুধাবি রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট শুরু করবে। জুলাইয়ে শেষ পর্যন্ত তা কার্যকর থাকবে।

বিমান সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনাভাইরাসের মহামারীর আগে এ দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ