শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

‘পেট্রোবাংলা এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবসায়িক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত’

প্রকাশঃ

সম্প্রতি বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংকের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুটি পৃথক সমঝোতা চুক্তি পেট্রোবাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্- উল ইসলাম। এসময়ে তাঁদের মধ্যে পারস্পারিক ব্যবসায়িক স্বার্থ এবং দেশের স্বার্থে দুটি সরকারী প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের উন্নয়নে সকল কার্যক্রমে অংশ নিতে চায় অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত¦ বাণিজ্যিক ব্যাংক হিসেবে মুনাফার পাশাপাশি জনসেবার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ত্ব দিয়ে অগ্রণী ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে আসছে।’ এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান অগ্রণী ব্যাংকের সার্বিক ব্যাংকিং সেবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে অগ্রণী ব্যাংকের সাথে পেট্রোবাংলার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো: হারুন-অর-রশিদের সঞ্চালনায় দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। পেট্রাবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো: মোজাম্মেল হোসেন এবং উপ- মহাব্যবস্থাপক মো: সরফুল আলম চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। এসময় পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো: মোস্তফা কামাল, পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) প্রকৌশলী মো: কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মাহমুদুল আমিন মাসুদ, মো: আব্দুস সালাম মোল্যা এবং দুই প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ