শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রাথমিক সমাপনী পরীক্ষাতেও জিপিএ-৫ থাকছে না

প্রকাশঃ

জেএসসি, এসএসসি এবং এইচএসসিসহ প্রাথমিক শিক্ষা সমাপনীতেও (পিইসি) থেকেও জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ এর মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, পিইসি-তে বর্তমানে যে গ্রেড বিন্যাস রয়েছে তা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্ন পরীক্ষর গ্রেড বিন্যাসের সঙ্গে মিল রেখেই করা হয়েছে। যেহেতু জেএসসি, এসএসসি এবং এইচএসসির গ্রেড পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে জন্য আমরাও পিইসির গ্রেডও পরিবর্তন করবো। কারণ একই শিক্ষার্থী পিইসি-তে এক ধরনের গ্রেড আবার জেএসসিতে আরেক ধরনের গ্রেড পেতে পারে না।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির বৈঠকের পর পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ এর বদলে জিপিএ-৪-এর মধ্যে ফল চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে। জিপিএ-৪-এর মধ্যে এই গ্রেডিং অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই করা হয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাস নম্বর ৪০ হলেও পাবলিক পরীক্ষায় রাখা হয়েছে ৩৩ নম্বর। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮০ থেকে ১০০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে দেওয়া হয় জিপিএ ৪।

প্রস্তাবিত একটি পদ্ধতিতে ৯০ থেকে ১০০ এর মধ্যে নম্বরকে ‘এক্সিলেন্ট’ লেটার গ্রেড হিসেবে রাখা হয়েছে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ-৪’। আর ৮০ থেকে ৮৯ নম্বরকে রাখা হয়েছে ‘A+’ গ্রেডে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ-৩.৮৫’। এরপর মূলত ৫ নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড পরিবর্তন করা হয়েছে। সেখানে ৭৫ থেকে ৭৯ নম্বর পেলে লেটার গ্রেড ‘A’ এবং গ্রেড পয়েন্ট জিপিএ-৩.৭৫; ৭০ থেকে ৭৪ নম্বরের লেটার গ্রেড ‘A -’ ও গ্রেড পয়েন্ট-৩.৫০; ৬৫ থেকে ৬৯ নম্বরের লেটার গ্রেড ‘B+’ ও গ্রেড পয়েন্ট-৩.২৫; ৬০ থেকে ৬৪ নম্বরের লেটার গ্রেড ‘B’ ও গ্রেড পয়েন্ট ৩.০০; ৫৫ থেকে ৫৯ নম্বরের লেটার গ্রেড ‘B -’ ও লেটার গ্রেড ২.৭৫; ৫০ থেকে ৫৪ নম্বরের লেটার গ্রেড ‘C+’ ও গ্রেড পয়েন্ট ২.৫০; ৪৫ থেকে ৪৯ নম্বরের লেটার গ্রেড ‘D’ ও গ্রেড পয়েন্ট ২.২৫; ৪০ থেকে ৪৪ নম্বরের লেটার গ্রেড ‘D -’ ও গ্রেড পয়েন্ট ২; ৩৫ থেকে ৩৯ নম্বরের লেটার গ্রেড ‘E’ ও গ্রেড পয়েন্ট ১.৭৫; ৩৩ থেকে ৩৪ নম্বরের লেটার গ্রেড ‘E -’ ও গ্রেড পয়েন্ট ধরা হয়েছে ১.৫০। আর শূন্য থেকে ৩২ নম্বরের লেটার গ্রেড ‘F’, যা ফেল হিসেবে ধরা হয়েছে। তবে অন্য প্রস্তাবে ‘এক্সিলেন্ট গ্রেড’, ‘C’, ‘D’ ও ‘E’ গ্রেড নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে।

EXIN ISO20KF PDF : ISO / IEC 20000 Foundation

Jia Cheng said that since Exin Certification ISO20KF PDF you have come here, this is to lift me, ISO20KF PDF and I can EXIN ISO20KF PDF turn everyone away. Rui Juan does not care about her husband s warning, I have to finish the sentence. However, under the eyes EXIN ISO20KF PDF of children, the outcome of this hand is hard to say.Mahjong Master skinny face covered with fierce clouds, tight lips, a Exin Certification ISO20KF pair ISO / IEC 20000 Foundation of eyes emanating shining, crooked in the air to see who cried to see who laughed the last.

Xiao Wei finally closed her eyes. Xiao Xiao walked in, the room was empty, the wall was covered with photos, the same ISO / IEC 20000 Foundation photo, one wearing The girl in the white dress smiled in the Exin Certification ISO20KF golden sunflower, her long hair danced in the wind, revealing two ISO20KF PDF naughty little tiger teeth in the camera, her eyes filled with a smashed sunset. Anyway, Wang has no family, and the spirit has problems. Hello. Oh, hey Is it Mrs. EXIN ISO20KF PDF Norman I am, is there anything How are you I hope that this time does not bother you. She could still EXIN ISO20KF PDF feel the fine EXIN ISO20KF PDF temperature coming from behind. I did EXIN ISO20KF PDF not appear to have a little relief for you No, I think I was EXIN ISO20KF PDF being played.

The sea water that was opened by the forward bow, stirred up the sound of the sound of the ISO20KF PDF water and the white waves of the clusters. Is it someone else to introduce you, or do you come by yourself I came by myself. On the beach, Zhong Chubo held his throat tightly and gently promised When we get married, I have to take you with you every day, and I don t separate for EXIN ISO20KF PDF a minute. How much do you earn now in a month Exin Certification ISO20KF About 10,000. There EXIN ISO20KF PDF ISO20KF PDF was a burst of coldness on the back, ISO / IEC 20000 Foundation and it seemed that someone was peeping behind him.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ