সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও রবি মোবাইল অপারেটর-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের কর্পোরেট কানেকশন, বাল্ক এসএমএস সার্ভিসের পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল এ্যাপ ‘এফএসআইবিএল ক্লাউড’ ব্যবহারকারীগণ রবি মোবাইল অপারেটরে বিনামূল্যে ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও রবি আজিয়াটা লিঃ-এর চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোঃ আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং রবি’র কর্পোরেট বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার হায়দার চৌধুরী, ম্যানেজার মোঃ আলমগীর কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও রবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ