বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফুসফুসে সমস্যা আছে কিনা ৬ টি লক্ষনে বুঝতে পারবেন

প্রকাশঃ

অনেক অভ্যাসের কারনে আপনার ফুসফুসের সমস্যা হতে পারে। ধূমপান, বায়ু দূষণ তো রয়েছেই, এছাড়া মাঝেমধ্যে ঠান্ডা লাগা বা বুকে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এ ধরনের সমস্যা প্রায়ই হতে থাকলে তা মোটেই ভালো নয়। কারণ ফুসফুসের ক্যান্সার বা ব্রঙ্কাইটিসেরও প্রাথমিক লক্ষণ এগুলো। অনেকে মনে করেন, কেবল বয়স্কদের ক্ষেত্রেই ফুসফুসের সমস্যা হতে পারে। এটি ভুল ধারণা।

অসুখের জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। তাই সাধারণ লক্ষণ দেখলেও সতর্ক হতে হবে। সব বয়সের নারী-পুরুষের জন্যই এমন বার্তা দিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি। চলুন জেনে নেওয়া যাক কোন লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হবেন-

আরও পড়ুন : ধূমপানে ফুসফুসের ক্ষতি প্রতিকার করবেন যেভাবে

> প্রায়ই সর্দি-কাশি হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এমনটি হলে বুঝতে হবে শরীরের ভেতরে কোনো সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে কাশি হলেও কমতে চায় না। এমন প্রবণতা দেখলে সাবধান হওয়া জরুরি।

> ঘুম থেকে উঠেই কাঁধ ও পিঠে ব্যথা অনুভব করা কিন্তু সাধারণ ক্লান্তি নয়। এর কারণ হলো শরীরের এক অংশে সমস্যা হলে অন্যান্য অংশেও অসুবিধা দেখা দেয়। এ ধরনের ব্যথাকে চিকিৎসা পরিভাষায় বলে ‘রেফার্ড পেইন’।

> শ্বাস নেওয়ার সময় যদি কষ্ট হয় তাহলে অবহেলা করবেন না। এ সংকেতে বুঝতে হবে ফুসফুসে কোনো সমস্যা আছে। ফুসফুসের আশপাশে প্রদাহ সৃষ্টি হলে এমন হয়ে থাকে।

> সারক্ষণ ক্লান্তবোধ করা, উদ্বেগ ও অবসাদ সাধারণ কোনো সমস্যা নয়। ফুসফুস ঠিকভাবে কাজ না করলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন ঢোকে না। এর থেকেই ক্লান্তি আসতে পারে।

> ইদানিং কি আপনার গলার আওয়াজে পরিবর্তন এসেছে? অনেকেই মনে করেন সর্দি-কাশির কারণে হয়তো গলার স্বর বদলেছে। তবে দিনের পর দিন এমনই চললে সমস্যা আরও মারাত্মক হতে পারে। যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

> বুকে কফ জমার সমস্যা একসময় কঠিন নিউমোনিয়ার কারণ হতে পারে। ফলে ফুসফুস কার্যকারিতা হারায়। তাই বুকে কফ জমলে চিকিৎসকের কাছে যেতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ