ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চলতি শীত মৌসুমে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর আগে ২/৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ (শনিবার) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, জানুয়ারি মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি শীত মৌসুমে এটাই হতে পারে শেষ শৈত্যপ্রবাহ। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে।
আরিফ হোসেন আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ার ৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে রাজধানীতে ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৬.৭ ডিগ্রি, ডিমলায় ৭.৬ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার দেশের পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।