আগামীকাল (১৬ সেপ্টেম্বর) থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর অডিশন শুরু হচ্ছে। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন ফেরদৌস, মৌসুমী এবং সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারকদের নাম ঘোষণার পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারসের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সপোজারের সিওও সজীব রশীদ প্রমুখ।
দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। গত ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে শুরু হয়েছে অডিশন। এখান থেকে নির্বাচিত দেশ সেরা প্রতিযোগী মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আর এই পর্বগুলো শিগগিরই সম্প্রচার হবে এটিএন বাংলায়।
এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। তখনই বিশ্ব দেখবে এ বছরের সেরা সুন্দরীকে। এখন পর্যন্ত ৬৯টি দেশ মিস ওয়ার্ল্ডের জন্য তাদের প্রতিনিধি চূড়ান্ত করেছে।