বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলবে দেশের সব টিভি চ্যানেল : তথ্যমন্ত্রী

প্রকাশঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল আগামী ১২ মের মধ্যে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এ্যাটকো) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বছরপূর্তি হবে। তাই এইদিনে অথ্যাৎ ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ টেলিভিশনগুলোকে তিন মাস বিনামূল্যে সেবা দেবে জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচারের সব ডেটা গাজীপুরের সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশনে নেয়া হবে। সেখান থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক করে প্রোগ্রাম সম্প্রচার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ। ‘এরই মধ্যে কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে টেলিভিশনগুলো কী দরে স্যাটেলাইট ব্যবহার করবে তা নির্ধারণ করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে কেবল অপরেটরদের প্রথম দিকের সিরিয়ালে রাখার কথা। ‘আমরা আজকেও পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব ক্যাবল অপারেটরদের নোটিফাই করব যে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে তারা একই সিরিয়ালে রাখবে। প্রথমে সরকারী চ্যানেল, এরপর সম্প্রচারের তারিখ অনুযায়ী চ্যানেলগুলো সিরিয়ালে থাকবে, পরে বিদেশী চ্যানেলগুলো থাকবে।’ বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশী চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন দণ্ডনীয় অপরাধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে ক্যাবল অপারেটরদের নোটিফাই করেছি। আবার নোটিস জারি করব। ১ এপ্রিলের পর কেউ যদি এ নিয়ম ভঙ্গ করে, সরকারের এই নির্দেশনা পালন না করে, তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব।’

PMI PMP Study Guide Book Online Shop

Xiao Qin Zi heard there Yang Zhigang arrival, suddenly felt a while fainted, almost crooked down from the chair. In this way, PMP PMP lived a very peaceful, peace.One PMI PMP Study Guide Book day, PMI PMP Study Guide Book Wu film director asked to find Li Jiaicheng, Dong Ruijuan couples, ask PMP Study Guide Book them to both go to the police station trip. The PMI PMP Study Guide Book father Project Management Professional in law also turned to the topic and said, yes, it s time, have PMP Study Guide Book not PMI PMP Study Guide Book come yet.

PMP PMP In addition, the company s many operations, he really does not know, he is clear that only the part of the sun let PMI PMP Study Guide Book him know. Sometimes, PMP Study Guide Book his PMI PMP Study Guide Book sexual desire is extraordinarily exciting, and he does not know how to stop PMP Study Guide Book after a night. After finishing this, A Xiang looked at Ruo Fen and said, Do you understand Zuofen nodded. In the snow PMI PMP Study Guide Book neon , Project Management Professional Tianchi is also inexplicable.

Zhu Lizhen exquisitely, the beauty is like jade, relying on the tall and strong Ming Cheng body, PMP PMP Study Guide Book such as the bird depends on the person, watching it all enjoy, do not have to explain the feeling. Wang Laowu at the same table saw this situation and couldn t help but ask What are you eating there The white stone was forced to a dead PMI PMP Study Guide Book PMI PMP Study Guide Book end. PMP PMP Even if the salary is lower than the original, it Project Management Professional can be considered. It seems that the second child will settle with you today. At this PMI PMP Study Guide Book time, PMI PMP Study Guide Book Lu Guihua can t save you. PMP Study Guide Book I will not say this in the future.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ