শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারডুবে ১৬ জেলে নিখোঁজ

প্রকাশঃ

বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ১৬ জেলে। গতকাল শনিবার দিনগত রাত ৩টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়ার এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে ইকবাল হোসেন ও আনোয়ার মাঝির নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানান ট্রলার মালিক আনোয়ার হোসেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়া নামে একটি ট্রলারে ১৭ জেলে সাগরে মাছ ধরতে যায়।

পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় মাছ শিকার করছিলেন তারা। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হলে ওই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এফবি আরিফ নামের অপর একটি ট্রলার ফিরে আসার পথে এক জেলেকে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে। তবে ১৬ জেলে ও ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ