বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২১ বরিশালে ২৪ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সরকারি বিএম কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত শতভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক। ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নারী অগ্রযাত্রার পথিকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্যোগময় করোনা মহামারীর এ সময়ে সার্বক্ষনিক দিক-নির্দেশনা দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষি প্রধান বাংলাদেশের সকল কৃষিপরিবারকে স্বল্প সুদে ঋণের আওতায় এনে Quality access to credit নিশ্চিত করে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত বছর এপিএ চুক্তিতে প্রথম হওয়া, এসিডি-১, সিএমএসএমই ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ঋণ কর্মসূচির বিপরীতে শতভাগ ঋণ বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে Low cost and no cost deposit বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। সম্মেলনে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ