মঙ্গলবার, ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ব্যবসায়িক পর্যালোচনা সভা বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান। তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন এবং শাখাকে লাভজনক পর্যায়ে উন্নীত করনের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাঃ খালেদুজ্জামান, কিবেবি স্টাফ কলেজের অধ্যক্ষ মোঃ শফিউল আজম এবং প্রধান আর্থিক কর্মকর্তা ও আর্ন্তজাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যস্থাপক রওশন আক্তার। ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপকগণ, ঢাকা বিভাগের সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ