মঙ্গলবার, ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা তুলে দেওয়া হলো

প্রকাশঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিল করা হয়েছে। আগের বিদ্যমান আইন অনুসারে, ৬৭ বছরের বেশি বয়সী কারও গভর্নর হওয়ার সুযোগ ছিল না।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এতে সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ (প্রেসিডন্টস অর্ডার নং ১২৭ অব ১৯৭২) এর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সংক্রান্ত আর্টিকেল ১০ এর ক্লজ (৫) এর প্রভিশ-টি ২০২০ সালের ৯ জুলাই অধিকতর সংশোধনপূর্বক দ্য বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট, ২০২০ জাতীয় সংসদে পাস হয়। সংশোধন অনুযায়ী কোনো ব্যক্তি গভর্নর পদে ৬৭ বছর বয়স পর্যন্ত আসীন থাকতে পারেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এমতাবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত ১৯৭২ (প্রেসিডন্টস অর্ডার নং ১২৭ অব ১৯৭২) এর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সংক্রান্ত আর্টিকেল ১০ এর ক্লজ (৫) এর প্রভিশ-টি বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ