ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সকল পথ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনোরায় বন্দর দিয়ে আমাদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে বাংলাবান্ধা বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে আটকে পড়ে থাকা পার্সপোট যাত্রীদের পারাপার স্বাভাবিক আছে বলে ইমিগ্রেসন কর্তৃপক্ষ জানিয়েছে।