সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাণিজ্যমেলায় দর্শনার্থীদের হাতের কাছে ব্যাংকিং সেবা

প্রকাশঃ

অন্যান্য বছরের মতো এবারও বাণিজ্য মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠান ও মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের ব্যাংকিং সেবা দিতে কাজ করে যাচ্ছে সরকারি-বেসরকারি অনেকগুলো ব্যাংক। এরমধ্যে মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা অর্থ জমা ও উত্তোলনের সুযোগও করে দিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। এছাড়া মোবাইলে অর্থ লেনদেনকারী ডাক বিভাগের প্রতিষ্ঠান ‘নগদ’ ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ’বিকাশ’ রয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টি নন্দন স্টল। এরমধ্যে নান্দনিক ডিজাইনে তৈরি করা দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ষ্টল। ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মেলায় আগত দর্শনার্থীদের ব্যাংকের বিভিন্ন পণ্যের তালিকা দিচ্ছেন এবং ব্যাংকিং বিষয়ে জানতে আসা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন। শুধু এ ব্যাংকের বুথেই দৈনিক প্রায় ৫ হাজার ট্রানজিকশন হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এ সময় কথা হয় ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এম মহিবুল্লাহর সঙ্গে। তিনি বলেন, ব্যাংকিং সেবার পরিধি বিস্তৃত করতে মেলায় আসা।

একই অবস্থা ডাচ বাংলা ব্যাংকেও, গ্রাহকের উপচেপড়া ভিড়, ডাচ-বাংলা ব্যাংকে গিয়েও দেখা গেছে, কয়েকজন কর্মকর্তা মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে সেবার মান ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন।

মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানাযায়, মেলায় ব্যাংকের এটিএম বুথ থাকায় সবার জন্য মেলায় কেনাকাটা অনেক সহজ হয়েছে।

মেলায় প্রথমবারের মতো মোবাইলে সেবা দিচ্ছে ডাক বিভাগের নতুন সেবা ‘নগদ’। এটিও অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মতোই। এর লেনদেনের সীমা দিনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। নতুন এই সেবা নিতে নগদের প্যাভিলিয়নে তরুণ গ্রাহকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। নগদের প্যাভিলিয়নটির সাজসজ্জা ডাক বিভাগের ঐতিহ্যই তুলে ধরেছে। নতুন করে ডাকের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ যেন নতুন উদ্যোগ। নগদে ২লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

এদিকে মেলায় মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের বিকাশের বুথে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় কেনাকাটা আরো সহজ করতে এসব প্রতিষ্ঠান যোগান দিয়ে যাচ্ছে। এ ছাড়া মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়নে রয়েছে বিকাশ অ্যাপসে লেনদেনে ছাড়ের বিজ্ঞাপন। তবে মেলায় মোবাইল লেনদেনকারী প্রতিষ্ঠানের সেবার কারণে কেনাকাটা সহজ হয়েছে বলে জানান দর্শনার্থীরা। বিকাশে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

এ ছাড়া রাষ্ট্রয়াত্ত ব্যাংক গুলোর সামনেও দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে।

ISEB FCBA Questions For All Candidates From All Over The World

Recently Governor Governor appeals trial office, governor of the provincial capital, never mentioning things. But the state of mind, but more and more full.Tang Xuan privately and Zhou ISEB FCBA Questions Sheng talked about What adults have been so infatuated with love, dare to see the truth is not a breakthrough Kai on the emperor, the minister has an unknown according to my clear law, the celibacy smell innocence, the song should not be dismissed crime ah Tseng Kuo fan, you presumptuous ISEB FCBA Questions Siren do not choose words, please emperor forgive where, pick off the top wearing Zeng Guofan, into the prison of justice, waiting for the fall On this day, Zeng Guofan just used breakfast, suddenly received the ceremony s address. Dao Guangdi can not old Capital of the moat rusty, floating above a lot http://www.passexamcert.com of residual grass foam, it kept flowing day and night. Zeng Guofan smile and said The debt slow down first, we have to consider eating first Salaries sent down, let s return the money it. The total BCS Foundation Certificate in Business Analysis is too much because of silver, swallow the amount did not spread, has been a dignitary patent. That ISEB Certification FCBA s a dare to do things Tseng Kuo fan said FCBA Questions The younger brother remember not to talk with the song.

You looked at her eyes, that look In the roar, Lu Yue had already been thrown into the ground, and the FCBA Questions curse continued in the mouth And, you have to ask his true age. I only said two words, Congratulations and Thanks , I did not expect him to remember. ISEB FCBA Questions She felt a little ISEB FCBA Questions bit hot on her face FCBA Questions ISEB Certification FCBA and was a ISEB FCBA Questions little dizzy in front BCS Foundation Certificate in Business Analysis of her eyes.

What happened She forced ISEB FCBA Questions herself to adjust ISEB FCBA Questions the FCBA Questions sound very softly. Wu Chao thought that http://www.testkingdump.com the ISEB FCBA Questions money was enough to buy a cemetery. Amy ISEB Certification FCBA lay on the floor and reached out, with a raised head. I have to punish BCS Foundation Certificate in Business Analysis ISEB FCBA Questions him. I will never grow up.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ