গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চাণ্ডীবর্দি গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (২৭), সুন্দরদি গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন ঠাকুর (২৫) ও লখাইরচর গ্রামের শফি মিয়ার ছেলে লিয়াকত মিয়া (৩০)।
মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, একটি মোটরসাইকেলে করে তিন তরুণ মুকসুদপুর থেকে মুকসুদপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী গোল্ডেনলাইনের একটি বাসের নিচে ঢুকে মোটরসাইকেলটি আটকে যায়। বাসটি আধা কিলোমিটার দূরে যাওয়ার পর তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এতে আল আমিন ঠাকুর ঘটনাস্থলেই নিহত হন। মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পর মারা যান ফয়সাল। আর ফরিদপুর নেওয়ার পথে মারা যান লিয়াকত।
তিনি বলেন, মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়লেও মোটরসাইকেলটি বাসের সঙ্গে আটকে থাকে। বাসটি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর মোটরসাইকেলে আগুন লেগে বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা নিরাপদে নেমে যান। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি। ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।