শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিপিএল শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর

প্রকাশঃ

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ হলো। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে খেলবে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটাল।

দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সাড়ে ছয়টায়। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় ও সন্ধ্যার ম্যাচ সাতটায়।

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। এরপর সিলেটপর্ব। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ