সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিভিন্ন রোগের সমাধানে কাঁঠাল

প্রকাশঃ

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। গ্রীষ্মকালীন রসালো পাঁকা এই ফলের সুঘ্রাণ আর স্বাদের তুলনা হয় না। কাঁচা কাঁঠালও তরকারি হিসেবে খাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল একটি স্বাস্থ্যকর খাবার। কাঁচা কাঁঠাল রোগব্যাধি উপশমে যেমন কার্যকর, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় অনেক গুণ।

পুষ্টিবিদের মতে, প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬ দশমিক ৭ মিলিগ্রাম। কাঁঠালে রয়েছে নানা রোগের সমাধান।

তাই জেনে নেওয়া যাক কাঁঠালে কী কী গুণ লুকিয়ে রয়েছে-

-কাঁঠাল ভিটামিন ‘এ’এর চাহিদা পূরণ করে। সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল।

-কাঁঠাল মিষ্টি হলেও কিন্তু এই ফল খেয়ে ডায়াবিটিস বেড়ে যাওয়ার তেমন আশঙ্কা নেই। বরং শরীরে শক্তি জোগাতে এর জুড়ি মেলা ভার।

-কাঁঠাল ফাইবার-সমৃদ্ধ ফল হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে।

-এই ফলে রয়েছে সোডিয়াম এবং পটাসিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টও ভাল থাকে।

-এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। চোখ ভাল রাখতে ভিটামিন এ যে অপরিহার্য, তা কে না জানে।

-কাঁঠালে অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। বলিরেখাও কমে।

-কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ এবং প্রচুর পরিমাণ ক্যালোরি। তবে এতে কোনও রকম কোলেস্টেরল নেই।

-কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতায় যাঁরা ভুগছেন তাদের কাঠাল খাওয়া উচিত।

-এই ফল নিয়মিত খেলে পাইলস এবং কোলন ক্যানসারের আশঙ্কা কমে।

-উচ্চমানের অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ফল কাঁঠাল। এতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে থাকে। তাই কাঁঠাল খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি ক্যানসার এবং টিউমারের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ গড়ে ওঠে।

-কাঁঠালে ক্যালশিয়াম থাকে যা হাড় শক্ত রাখে।

Microsoft 70-532 Exam Dumps With High Quality

The people of the year the grain has Microsoft 70-532 Exam Dumps not received the home, but it has Microsoft 70-532 Exam Dumps been submitted to the ground for several years in advance Local authorities search the extent of the people, even more than the founding of the Qing since the founding of any year, regardless of people live and die The Ministry has always been Muzhanga s district, others are never dare to do anything. Needless to say, this 70-532 Exam Dumps is of course 70-532 Exam Dumps a gift from the treasure army to Tseng Kuo fan. Qin this.Officials pick up the end, runners have long come, picked the top wins Sheng Da, Pa went to his official uniform, expelled from the yamen. Good Zeng Guofan waved his hand, do not see me tomorrow, go on.Two people quit the bedroom. MCP, Microsoft Specialist 70-532 The first pill Developing Microsoft Azure Solutions quickly became an athelet, and after three hours, Zeng Guofan just put out the fire, punching Cao Gongxiao nodded, meaning the medicine boiled. When he Microsoft 70-532 Exam Dumps saved enough money to buy again, the couplet has been shot.Every time he remembered this, he regretted it.

She cried You hit Microsoft 70-532 Exam Dumps me, you killed Microsoft 70-532 Exam Dumps me. Yang Developing Microsoft Azure Solutions Jinxi fully agrees with this. Xiao Yu stopped and MCP, Microsoft Specialist 70-532 she held the chopsticks tightly. 37 Is that person a Jude I asked. The younger brother 70-532 Exam Dumps smiled sweetly at her Microsoft 70-532 Exam Dumps and then walked out of Microsoft 70-532 Exam Dumps the room

Every time I do something, I have to think about Microsoft 70-532 Exam Dumps how to deal with the 70-532 Exam Dumps inventory in the Developing Microsoft Azure Solutions future. This explanation Microsoft 70-532 Exam Dumps is historically Microsoft 70-532 Exam Dumps Microsoft 70-532 Exam Dumps convincing. At that time, it MCP, Microsoft Specialist 70-532 was also a gesture of action.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ