শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানবন্দরে আবারও পিস্তল নিয়ে স্ক্যানিং অতিক্রম

প্রকাশঃ

আবারও প্রশ্নের মুখে পড়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। এবার পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন এক যাত্রী। গতকাল শুক্রবার সকাল ১১:৩০ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে জানান যাত্রী মোহাম্মদ মামুন আলী।

সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য সকাল সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মোহাম্মদ মামুন আলী। তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশের সময় কোনো ঘোষণা না দিয়েই ভিতরে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে পিস্তল ও গুলি থাকলেও অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন।

মামুন আলী জানান, তল্লাশি শেষ হওয়ার পর নিরাপত্তাকর্মীদের কাছে তিনি জানতে চান-তাদের চেকিং শেষ হয়েছে কিনা? জবাবে দায়িত্বরত আনসার সদস্য ‘হ্যাঁ’ বললে মামুন ওই নিরাপত্তাকর্মীকে বলেন, আপনি কী চেক করলেন? আমার কাছে তো পিস্তল আছে। পরে পিস্তল বের করেন এবং এটির লাইসেন্স দেখান মামুন।

তবে ঘটনার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, তিনি এসে ইউএস -বাংলা কর্তৃপক্ষকে ওই যাত্রী মামুনকে অফলোড করার জন্য বলেন। কিন্তু এভসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেওয়ায় যাত্রী মামুনকে অফলোড করেনি ইউএস -বাংলা। পরে মামুন এয়ারলাইন্সের নিয়ম মেনে পিস্তল ও গুলি সঙ্গে করে সিলেটে নিয়ে যান।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল-গুলি নিয়ে প্রবেশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Buy Discount 1Z0-144 Practise Questions For Other Oracle Certification

I cling to the Oracle 1Z0-144 Practise Questions scalp and go right next to the hair.I walk steadily Other Oracle Certification 1Z0-144 and quickly and walk a little It is necessary to break the http://www.passexamcert.com/1Z0-144.html bleeding. He bent over like a police Oracle 1Z0-144 Practise Questions Oracle 1Z0-144 Practise Questions dog sniffing around the bedside table, Simmons, his desk, and straightened up to 1Z0-144 Practise Questions his words. The death of a small northern country has no necessary logical connection with the value of his life as a beloved and a loving country. However, he only occasionally exposed towering, long time after time, but also see the dragon first see no end, Oracle 1Z0-144 Practise Questions vanished within a Oracle Database 11g: Program with PL/SQL few months no trace.

The so called Oracle 1Z0-144 Practise Questions Oracle 1Z0-144 Practise Questions Yujia Road is narrow, in fact, the road is far less narrow. The bag bought a lot of things, and it was dark, and the two talents came Other Oracle Certification 1Z0-144 out Oracle 1Z0-144 Practise Questions of the department Oracle 1Z0-144 Practise Questions store. Take 1Z0-144 Practise Questions a break. After that, the stupid six children left. This Li Lao http://www.examscert.com stick smashed, no I don t refuse to reach out. Feng Yi s spirit is reluctant, but Oracle Database 11g: Program with PL/SQL Zhou Meng has made up his mind and ran to the educated youth.

Chen 1Z0-144 Practise Questions Baige knows these things, but it is difficult to bear the receipt of this letter. Other Oracle Certification 1Z0-144 Oracle Database 11g: Program with PL/SQL Five sisters, I am Gao Huan, come to my house to Oracle 1Z0-144 Practise Questions play mahjong. When the cheap hands were used, the Oracle 1Z0-144 Practise Questions workers were desperately rushing forward, and found that the other Oracle 1Z0-144 Practise Questions 1Z0-144 Practise Questions four Oracle 1Z0-144 Practise Questions people were all playing with their lives and they were desperately trying to kill them. People here. It is the face of Erdongzi.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ