শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহজালাল বিমানবন্দরে ৬৪০টি স্বর্ণেরবার উদ্ধার

প্রকাশঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৬৪০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের আমদানিকৃত কার্গো থেকে ৬৪ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। গোপন সংবাদ পেয়ে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালিয়ে এই সোনা উদ্ধার করে।

উদ্ধার কৃত স্বণ্যের বাজার মুল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানান তিনি।

গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় কাঠের চারটি ক্যারেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে লুকানো সোনার বার পাওয়া যায়। এই কাঠের একটি ক্যারেট গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৫ ফ্লাইটে ঢাকায় আসে। বাকি তিনটি ক্যারেট ২৮ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৫ ফ্লাইটের মাধ্যমে আসে।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রকৃত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ