রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের ঢাকা-কুয়ালালামপুর রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে

প্রকাশঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবায় আন্তর্জাতিক রুটে বন্ধ হওয়া বিমানের স্বাভাবিক চলাচল ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে। প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

মঙ্গলবার ও বৃহস্পতিবার (১১ ও ১৩ আগস্ট) বিমানের ওয়েবসাইটে দেয়া দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এ তথ্য। বলা হয়, মঙ্গলবার ও শুক্রবার ঢাকা থেকে কুয়ালালামপুর এবং বুধবার ও শনিবার কুয়ালামপুর থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালিত হবে। তবে অবশ্যই তা স্বাস্থ্যবিধি মেনে।

বিজি০৮৬ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিজি০৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএমসিও এর মধ্যে কারা যাত্রী হিসাবে ভ্রমণ করতে পারবে তা দুই দেশের সরকারের নির্দেশিত বিধিনিষেধ অনুযায়ী হবে। তবে কি কি শর্ত মেনে, কোন প্রক্রিয়ায়, কারা ভ্রমণ করতে পারবে সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে দেয়া হয়েছে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ