মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বকাপ বাছাইয়ে থাকলো না বাংলাদেশ

প্রকাশঃ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি থাকা তিন ম্যাচ নিজেদের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেটি হচ্ছে না। ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো চলে গেছে কাতারে। ২০২২ আসরের আয়োজক দেশেই এখন ‘ঘরের মাঠের’ ম্যাচ তিনটি খেলতে হবে জামাল ভূঁইয়াদের।

নিজেদের মাঠে খেলতে পারলে ইতিবাচক ফল করতে সুবিধা হতো বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের প্রভাবের কারণে সেই সুবিধা আর পাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা ম্যাচগুলো হবে নির্দিষ্ট এক ভেন্যুতে। আজ (শুক্রবার) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রতিটি গ্রুপের জন্য একটি করে নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের খেলা হবে কাতারে। ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে হবে খেলা।

‘ই’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে কাতার, ভারত, আফগানিস্তান ও ওমান। এরমধ্যে যদিও আফগানিস্তানের বিপক্ষে আগামী ২৫ মার্চ সিলেটে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু আদতে তা যে আর হচ্ছে না, এটা পরিষ্কার। তাই এখন নেপালে তিন জাতির প্রতিযোগিতায় চোখ লাল-সবুজ জার্সিধারীদের।

বর্তমান সূচি অনুযায়ী, ৩ জুন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। এরপর ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে জেমি ডে’র দল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ