শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫ লাখ ২৯ হাজার

প্রকাশঃ

গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী করোনার সংক্রমনে মৃতের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১ কোটি ১২ লাখ মানুষ। করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ১১ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৩ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ৮৩৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ৬২ লাখ ৯৭ হাজার ৯১০ জন সুস্থ হয়ে উঠেছে এবং পাঁচ লাখ ২৯ হাজার ১১৩ জন রোগী মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৬ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ৩২ হাজারের বেশি। মোট আক্রান্ত ২৯ লাখ। নতুন সংক্রমিত ৫৫ হাজার।

শুক্রবার (৩ জুলাই) সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছে প্রায় ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৬৩ হাজার। আক্রান্ত সাড়ে ১৫ লাখ। এছাড়া বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। আক্রান্ত প্রায় আড়াই লাখ মানুষ।

এদিকে শুক্রবারও রেকর্ড ২৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে ভারতে। সবমিলিয়ে আক্রান্ত সাড়ে ৬ লাখ। মোট মৃত্যু ১৮ হাজার ৭শ’। নতুন সংক্রমণে শীর্ষে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান, পেরু, চিলি, কলম্বিয়া ও বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ