সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বে করোনা আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ

প্রকাশঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও সোয়া তিন লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ছাড়িয়ে গেছে। করোনা কেড়ে নিয়েছে ১০ লাখ ৩৩ হাজার প্রাণ। তবে বিশ্বে ভয়াবহ এ ভাইরাসে মৃত্যুহার মাত্র ৪ শতাংশ। ৯৪ ভাগ রোগীই সুস্থ হয়ে উঠছেন। বিশ্বজুড়ে ইতোমধ্যে করোনা জয় করেছেন আড়াই কোটির বেশি মানুষ। সংক্রমণ বেড়ে যাওয়ায় স্পেনের মাদ্রিদ ও লেবাননে একশর বেশি শহরে লকডাউন জারি করা হয়েছে। ব্রিটেনে করোনা টিকার ব্যাপক প্রয়োগের বিষয়টি ৩ মাসের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। খবর বিবিসি, এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার ২০৬ জন। মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৯৮৭ জন। অবস্থা আশঙ্কাজনক ৬৬ হাজার ৩৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার ৩৮৪ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ২৩৩ জন, মারা গেছেন ৫ হাজার ৬০৩ জন। বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৭৫ লাখ ৫৩ হাজার ৭২ জন। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৫৫৩ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রোগী ৬৪ লাখ ৭৩ হাজার ৫৯৬ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭৫ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪৮ লাখ ৮২ হাজার ২৫৭ জন, মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ১২ লাখ ৪ হাজার ৫৭৩ জন, মারা গেছেন ২১ হাজার ২৫১ জন।

মাদ্রিদের ৩০ লাখ লোক গৃহবন্দি : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় মাদ্রিদে আবারও লকডাউন জারি করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। এ কারণে অন্তত ৩০ লাখ মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারছেন না। শনিবার থেকে শহরটিতে আংশিক লকডাউন কার্যকর হয়েছে। নতুন নিয়মে সেখানকার বার ও রেস্টুরেন্টগুলো রাত ১০টার পর খোলা রাখা যাবে না। যে কোনো জায়গায় একসঙ্গে জড়ো হতে পারবেন সর্বোচ্চ ছয়জন। স্পেনের কেন্দ্রীয় সরকার এসব বিধিনিষেধ আরোপ করলেও এর বিরোধিতা করছে মাদ্রিদ প্রশাসন। নির্দেশনাগুলো কার্যকর করা ঠেকাতে আদালতের শরণাপন্নও হয়েছিল তারা।

লেবাননের ১১১ শহরে লকডাউন : করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করায় লেবাননের ১১১টি শহরে লকডাউন জারি করা হয়েছে। দেশটির বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ আজ সকাল থেকে কার্যকর হয়ে ১২ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। শহরগুলোয় সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান বাতিল করা হবে। এছাড়া রাত ১টা থেকে সূর্যোদয় পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি থাকবে।

৩ মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে অক্সফোর্ডের টিকা : যুক্তরাজ্যে কোভিড-১৯ টিকার ব্যাপক প্রয়োগের বিষয়টি ৩ মাসের মধ্যে নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সরকারি বিজ্ঞানীদের উদ্ধৃত করে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই দেশটিতে করোনা প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। তবে শিশুদের এই টিকা কর্মসূচির বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ