মাত্র একটি ভুলের কারনে অনেক কিছু হারাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। জুয়াড়ির ম্যাচ ফিক্সিং প্রস্তাব গোপন রাখায় ক্রিকেটের সব ধরনের কর্মকান্ড থেকে এক বছর নিষিদ্ধ করেছেন আইসিসি। প্রথমে যদিও দুই বছর নিষেধাজ্ঞাটা ছিল, পরে তা এক বছর করা হয়েছে। আর এ সময়ে ক্রিকেট থেকে কোনো উপার্জন হবে না তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ গ্রেডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের একজন সাকিব। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বোর্ড থেকে মাসে চার লাখ টাকা বেতন পেতেন তিনি। সেই চুক্তিও বাতিল হচ্ছে।
সাকিব এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। এমনকি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। ফলে অটোমেটিক বিসিবির সঙ্গে তার পূর্ব চুক্তি বাতিল হয়ে যাচ্ছে।
বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এদিন থেকেই বিসিবির সঙ্গে তার চুক্তি বাতিল হয়ে যায়। ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকার কথা। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।