শারদীয় দুর্গা পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আটদিনের ছুটির ফাঁদে পড়েছে যশোরের বেনাপোল ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এতে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আজ (শুক্রবার) ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নূরুজ্জামান জানান, ভারতে দুর্গা পূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে টানা আটদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল কাস্টমের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওপারে সরকারি ছুটি থাকায় গতকাল বিকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস ছালাম সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক ও ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।