মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংক খাতে বিশ্বমান থেকে সরে আসছে বাংলাদেশ

প্রকাশঃ

গতকাল (রবিবার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বিআইডিএস) আয়োজিত ‘বিআইডিএস ক্রিটিক্যাল কনভার্সেশন-১০১৯’ শিরোনামে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ব্যাংকিং খাতে বিশ্বমান থেকে সরে আসছে বাংলাদেশ। গবেষণা না করেই ব্যাংকিং খাতে নানা বিষয় শিথিল করা হয়েছে। খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। ফলে খেলাপি নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হতে সরে এসেছে বাংলাদেশ।

বিআইডিএস এর মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মাননীয় অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।

উদ্বোধনী পর্বে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, সুশাসন ও বিনিয়োগ পরিবেশ উন্নত না করতে পারলে বৈষম্য দূর হবে না। তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক খাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। কিন্তু এসডিজির লক্ষ্য পূরণে এই অর্জনকে টেকসই করতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি সুশাসনের উন্নতি করতে হবে, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। উন্নয়নের জন্য মেগা প্রকল্পের অর্থনৈতিক উপযোগিতা নিয়ে গবেষণার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যাংকিং খাতে যা হচ্ছে তা নিয়ে আমরা খুশি নই। সরকারের নীতিনির্ধারকরা আন্তরিক, তারা ইতিমধ্যে কিছু উদ্যোগও নিয়েছেন। বেকারত্বের বিষয়ে তিনি বলেন, দেশে শ্রমিক, কৃষক কেউ আর বেকার নয়। কিন্তু শিক্ষিতরাই আমাদের আশাহত করে। তারা যে ধরনের কর্মসংস্থান চান সেটি হয়তো পান না। তারা তাদের মতো চাকরি চান।

কে এ এস মুর্শিদ বলেন, সমসাময়িক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়েছে। বিআইডিএস এর গবেষণার মান উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালে বিশ্বের ৮০০টি থিংকট্যাংকের মধ্যে বিআইডিএস ১০৪তম অবস্থানে রয়েছে।

উদ্বোধনী সেশনের পর ব্যাংকিং খাতের বর্তমান অবস্থার উপর আয়োজিত একটি সেমিনারে বিআইডিএস এর ফেলো গবেষক মনজুর হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ৬ শতাংশ সুদে আমানত ও ৯ শতাংশ সুদের ঋণ ঘোষণা করলেও তা ব্যর্থ হয়েছে। আমানতের সুদ হার এখন গড়ে ৯-১১ শতাংশ এবং ঋণে সুদহার ১৩-১৫ শতাংশে রয়ে গেছে। ব্যাংকিং খাতে বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য পরিবারভিত্তিক পরিচালন ব্যবস্থা থেকে বেরিয়ে পেশাদারিত্ব সম্পন্ন পরিচালক নিয়োগের সুপারিশ করেন তিনি।

IIA IIA-CFSA Dumps PDF

He just had to pick up a IIA-CFSA Dumps PDF tea cup and drink tea.Cao Gong came in again and Certified Financial Services Auditor reported that Zeng Guofan had something to do and asked the emperor IIA IIA-CFSA Dumps PDF to give permission. The IIA IIA-CFSA Dumps PDF gifts given to Tseng Kuo fan and Mu Chang Certified Government Auditing Professional IIA-CFSA A are different they are held in two wooden boxes of three feet and pressed against the bottom of the car, and the only one who knows how to lead the troops is Zeng Guofan and Zhao Xun, Kept in the dark Baoxing out of frustration. In the afternoon, another holy decree was delivered to all the ministries and commissions the cabinet bachelor and the minister of ceremonies at the ceremony, Su Shun, since he assumed office, dares to serve and pays respect to others. Tseng Kuo fan news is the first person naturally Zhang is IIA IIA-CFSA Dumps PDF IIA-CFSA Dumps PDF also.At noon, Zhang also entered the government office.

IIA IIA-CFSA Dumps PDF Lin and Ji Ji s head has been knocked overcast, a sense of trance.South Wujiu led a Certified Government Auditing Professional IIA-CFSA few maidservants, IIA IIA-CFSA Dumps PDF in the king too IIA IIA-CFSA Dumps PDF Christine to do spiritual banner, stack of paper money, tie a cow, busy feet busy. Talking to the inn in front of three Certified Financial Services Auditor IIA-CFSA Dumps PDF people into the room.Zeng Guofan http://www.examscert.com paid the silver, the smiling runner sent away, is about to close, the store dodge into the room. Soon, all the files on Wang Zhengfu will be placed in the lobby.Also suffered a moment scene, Wang Zhengfu and other people reached, are waiting outside the lobby.

Certified Government Auditing Professional IIA-CFSA Your brother is really not a bad person. He has already IIA IIA-CFSA Dumps PDF IIA-CFSA Dumps PDF reached the corner of the wall and sees Certified Financial Services Auditor that there is nowhere to IIA IIA-CFSA Dumps PDF hide. Liu Haizhu, who was hugged by Zheng Li s warm IIA IIA-CFSA Dumps PDF and soft body, finally calmed down a bit, but IIA IIA-CFSA Dumps PDF still mad at himself, saying in one sentence Not coming out.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ