রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়াল

প্রকাশঃ

প্রাণঘাতী করোনার মহামারি প্রাদুর্ভাবের ৬ মাসের বেশি সময়ে ব্রাজিলে প্রাণহানি লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন প্রতিদিনই সহস্রাধিক মানুষের প্রাণ কাড়ার পাশাপাশি অন্তত অর্ধলক্ষ মানুষের দেহে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। তবে গত একদিনে কিছুটা কমেছে। লাতিন আমেরিকার দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। তবে আক্রান্তদের অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।

ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪১ জনের প্রাণ ঝরেছে করোনায়। এতে করে প্রাণহানি বেড়ে ১ লাখ ৫৪৩ জনে ঠেকেছে। নতুন করে ৪৬ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালিফেরত একজনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে।

যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। শুধু ব্রাজিলই নয়, করেনার ভয়াবহ ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বে তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে।

এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা।

দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ