শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্রিটিশ ভিসা প্রসেসিং অফিস শুরু হয়েছে

প্রকাশঃ

তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টারগুলো চালু হয়েছে। রোববার (১২ জুলাই) তকাল সকাল থেকে ঢাকাসহ দেশের অন্য কেন্দ্রগুলোর সেবা চালু হয়েছে। গত ২৫ মার্চ থেকে বাংলাদেশে থাকা ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ছিল।

ব্রিটিশ ভিসা প্রসেসিংয়ে সেবা প্রদানকারী (আউটসোর্সিং প্রতিষ্ঠান) ভিএফএস গ্লোবাল জানিয়েছে, করোনার সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপের কারণে যারা পূর্ব নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করেছে। এ জন্য  অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এ ছাড়া অতীতে ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেননি তাদের অ্যাপয়েন্টমেন্ট (অনলাইনে) প্রদানের প্রক্রিয়াও চলছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ