সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনা টিকা খোলা বাজারে বিক্রির অনুমোদন

প্রকাশঃ

ভারতে শর্তসাপেক্ষে খোলা বাজারে করোনার টিকা কোভ্যাকসিন ও কোভিশিল্ড বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মানুষ এখনই ওষুধের দোকান থেকে টিকা কিনতে পারবেন না, কারণ আপাতত টিকা বিক্রি হবে হাসপাতাল ও ক্লিনিকে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রয়োগের ক্ষেত্রে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

ভারতে এর আগে খোলা বাজারে করোনা টিকা বিক্রির ছাড়পত্রের জন্য আবেদন করেছিল কোভিশিল্ডি প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট এবং কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।

ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১৯ সালের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড ক্লিনিকাল ট্রায়ালস রুলসের আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন যে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল, তা পাল্টে টিকাকে সাধারণ ‘ড্রাগ’ করা হয়েছে।

আরও পড়ুন : করোনায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ

নির্দেশে জানানো হয়েছে, কত টিকা প্রদান করা হচ্ছে এবং ক্লিনিকাল ট্রায়ালে কত টিকা ব্যবহার করা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য রাখতে হবে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্তকরণ এবং ছয় মাসের ভিত্তিতে সুরক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জোগানের মতো শর্ত রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ