রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

প্রকাশঃ

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সামান্য করলেও মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত  করোনা ভাইরাসে ভারতে মোট ২০,১৬০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সুস্থতার হার ৬১ শতাংশের গণ্ডি পার করল। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯,৬৬৫।

তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২,২৫২ জন আক্রান্তের খবর মিলেছে। টানা পাঁচ দিন আক্রান্তের সংখ্যা ২০,০০০ পার করলেও গত দু’দিনের তুলনায় নতুন সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে। ওই পাঁচ দিনে দেশে ৯৪,১২১ জন আক্রান্তের খবর পাওয়াগেছে।

তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৬৭ জন। সোমবারের তুলনায় অবশ্য দৈনিক মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও সপ্তাহখানেক আগে মৃত্যুর হার তিন শতাংশ ছিল। মঙ্গলবার তা কমে ২.৮ শতাংশ ঠেকেছে।

অন্যদিকে, গত ২৪ গণ্টায় ১৫,৫১৫ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। তার জেরে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯,৯৪৭। স্বভাবতই সুস্থতার হারও বেড়েছে। আপাতত দেশে সুস্থতার হার ৬১.১৩ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ