রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার করোনা রোগী শনাক্ত

প্রকাশঃ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য দিয়েছেন।

নতুন করে আক্রান্ত বাড়ায় ভারতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে। তবে এ পর্যন্ত ২২ দশমিক ২২ লাখ মানুষ রোগটি থেকে সেরে উঠেছেন।-খবর এনডিটিভি

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই আক্রান্তের তালিকায় তৃতীয় রয়েছে ভারত, আর এশিয়ায় সবার চেয়ে এগিয়ে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে কোভিড-১৯ মহামারীতে ৫৫ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪৫ জন। ভারতে মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তর প্রদেশ।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগামী দুই বছরেরও কম সময়ের মধ্যে করোনা থেকে বিশ্ব মুক্ত হবে। অর্থাৎ স্প্যানিশ ফ্লু থেকে দ্রুত করোনা থেকে মানুষের মুক্তি মিলবে।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, আমরা আশা করছি, দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা এই মহামারীর শেষ দেখবো। ১৯১৮ সালের প্রাণঘাতী মহামারীর চেয়েও দ্রুত নোভেল করোনাভাইরাসের লাগাম টানা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ