বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভিজিবিলিটি কম: শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

প্রকাশঃ

ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে এসেছে। এ কারণে শাহজালালে ফ্লাইট ওঠানামায় বন্ধ রয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রয়েছে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে ফ্লাইট ওঠানামা করে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান।

তিনি বলেন, রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে রওনা দেয়। এরপর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল, তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

খুব শীঘ্রই উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ