ভূমধ্যসাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে গ্রিস। স্থানীয় সময় শুক্রবার গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে উদ্ধার করা হয় তাদের। জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগর পারি দিচ্ছিল।
এ উদ্ধারকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অভিযান বলে দাবি করেছে উদ্ধারকারী কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে তীরে ভেড়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকা ডুবে চারজন মারা যায়। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোয় রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অন্যতম রুট হলো গ্রিস। তবে ২০১৬ সালে ইইউয়ের সাথে তুরস্কের চুক্তির পর এ সংখ্যা অনেক কমে যায়।